প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৭:৪৪
কচুয়ায় ইউপি সদস্য মিলন মিয়াজীর ইন্তেকাল
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও কচুয়া বাজারের বিশিষ্ট পান ব্যবসায়ী মোঃ. মিলন মিয়াজী (৪২) ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
|আরো খবর
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মরহুমের নিজ গ্রাম নোয়াগাঁও মিয়াজী বাড়িতে ইন্তেকাল করেন । আজ শনিবার সকাল ১০ টায় নোয়াগাঁও উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানাযার নামাজ আদায়ের পূর্বে মরহুমের জীবনীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ার হোসেন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মজুমদার, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, পৌর কাউন্সিলর মাসুদ হোসেন, ইউপি সদস্য জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।