প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ১৮:২৫
ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহিদ (তছলিম) চৌধুরীর পিতা গিয়াস উদ্দিন চৌধুরী ১৯ অক্টোবর মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে
|আরো খবর
ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী ৪ ছেলে, এক মেয়ে, পুত্রবধূ জামাতা, নাতি-নাতনিসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিন বাদ আছর পুরান বাজার চৌধুরী বাড়িতে বাইতুল হাফিজ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজের ইমামতি করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ খাজা আহমদ উল্লাহ।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন চৌধুরী পুরাণবাজার নিতাইগঞ্জের মেসার্স মদিনা ফ্লাওয়ার মিলসের স্বত্ত্বাধিকারী ছিলেন। তিনি আওয়ামী লীগ নেতা মরহুম নাসির উদ্দিন চৌধুরীর বড় ভাই ও ডাঃ অলিউর রহমানের শ্বশুর
এবং ব্যবসায়ী আরিফুর রহমান চৌধুরীর বাবা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাহিদ চৌধুরির বাবা গিয়াস উদ্দিন চৌধুরি ১৯ অক্টোবর মঙ্গলবার ভোরে চাঁদপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনাব গিয়াস উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ
করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।