প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৯:২৫
ফরিদগঞ্জের সাহার বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে
ধর্ম যার যার কিন্তু উৎসবটা আমরা সকলে মিলেই উদযাপন করি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়াস্থ সাহার বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিন মিন্টু, সফিউল আলম শুকু, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, সদস্য সচিব এসএম সোহেল রানা, তাঁতী লীগের আহ্বায়ক মোঃ কাইয়ুম, ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর
মতবিনিময়কালে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসবটা আমাদের সকলে মিলেই উদ্যাপন করি। এটা বাঙালির চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। আমাদের অন্য ধর্মের বন্ধুরা আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তেমনি আমরাও তাদের পূজাসহ অন্য ধর্মীয় উৎসবে তাদের আনন্দ ভাগাভাগি করি। কারণ প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ নিজেদের এই স্বত্ত্বাকে লালন করছে। এ সময় তিনি এই এলাকার কিছু সমস্যা সর্ম্পকে অবহিত হয়ে তা সমাধানের আশ্বাস দেন।