প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:৪৫
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারীর জানাজা সম্পন্ন
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা আব্দুল করিম মিলিটারীর (৯২) জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মরহুমের নিজ গ্রাম কড়ইয়া ইউনিয়নের নলুয়া আব্দুল গফুর মুন্সির বাড়ি জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিবক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান কোহলথুরী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. তাজুল ইসলাম। তিনি সোমবার দুপুর ২টায় দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না.....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান।
|আরো খবর
জানাযার পূর্বে মরহুমের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার ও তাছাদ্দেক হোসেন মোহন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক সোলেমান মিয়াজী, মরহুমের নাতি মো. জুয়েল রানা ও মো. কামরুল হাসান। এদিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মিলিটারীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শাসম মিঠু, সদস্য গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা সুমন সিকদার প্রমুখ।