প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ২৩:৩২
করোনার ভ্যাকসিন ‘ফাইজার’ চাঁদপুরে এসেছে
করোনা প্রতিরোধে ভ্যাকসিন ‘ফাইজার’ চাঁদপুরে এসে পৌঁছেছে। ভিভিআইপি ভ্যাকসিন খ্যাত ‘ফাইজার’ গতকাল রাতে চাঁদপুর এসে পৌছলে তার গ্রহণ করেন বিদায়ী সিভিল সার্জন (উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত) ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ্। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইছা রুহুল্লাহ্সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সিভিল সার্জন জানান, চাঁদপুরে এই প্রথম ‘ফাইজার’ ভ্যাকসিন আসলো। প্রথমবারই ১৬,৩৮০ ডোজ এসেছে। আগামীকাল বুধবার ফাইজার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। উল্লেখ্য, এই ভ্যাকসিনটি মজুদ রাখতে হয় নির্ধারিত তাপমাত্রা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এবং ডিপ ফ্রিজে। শুধু তাই নয়, টিকা প্রদানের কক্ষটিও শীতাতপ নিয়ন্ত্রিত হতে হয়। চাঁদপুরের বিদায়ী সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় এসব প্রস্তুতি সব সম্পন্ন হয়েছে।