প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ২০:৫০
হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে
ঘনিয়া ছাইদিয়া এতিমখানায় কোরআন শরীফ বিতরণ
চাঁদপুর ফরিদগঞ্জের সমাজসেবামূলক সংগঠন হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এতিম অসহায় ও দরিদ্র মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর সোমবার দুপুরে হাদিয়া ফাউন্ডেশনের সদস্য আরিফুর রহমানের সভাপতিত্বে ঘনিয়া ছাইদিয়া এতিম খানায় এসব বিতরণকালে উপস্থিত ছিলেন ঘনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান মাওলানা আবদুল গনি, মাদ্রাসার শিক্ষক মাওলানা সাহজাহান এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ। হাদিয়া ফাউন্ডেশনের প্রধান জেলা কো-অর্ডিনেটর জাহিদ হাসান, সহকারী জেলা কো-অর্ডিনেটর জিহাদ হাসান, সাংগঠনিক সদস্য আরিফুর রহমান এবং আরো অন্য সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
|আরো খবর
ইউপি সদস্য মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল গনি এবং মাওলানা সাহজাহান বলেন, যখন আশেপাশের যুবক ছেলেরা অপরাধ এবং মাদকের ভয়াল থাবায় আসক্ত ঠিক একই সময়ে হাদিয়া ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ মেধাবী যুবকরা সমাজের এতিম ও অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি এসময় হাদিয়া ফাউন্ডেশনের সফলতা কামনা করেন। পাশাপাশি উক্ত মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিন জানিয়েছেন আমাদের হাদিয়া ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক একটি দ্বীনি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান। এ সংগঠন সবসময় সমাজের এতিম অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তাদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছি। তিনি এসব শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।
মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য হাদিয়া ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য দোয়া রইল। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আপনারা চাইলে বিনামূল্যে কোরআন শরীফের জন্য আবেদন করতে পারেন হাদিয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে বা বিস্তারিত জানতে পারেন 01308894192 নাম্বারে কল করে।
হাদিয়া ফাউন্ডেশনের পরিচালক গণ
প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান : মোহাম্মদ মহিন (বাহরাইন প্রবাসী)
সহ - প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা : সজিব হোসাইন (সৌদি প্রবাসী
প্রধান অপারেশন ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজার : শামীম শাকিল৷
হাদিয়া ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যম
Contact No:- 01308894192
Facebook:- https://www.facebook.com/HadiaFoundations/
Instagram:- https://www.instagram.com/HadiaFoundations
E-mail:- [email protected]
Website:- www.hadiafoundation.com
Facebook group:- https://www.facebook.com/groups/hadiafoundations