প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৪:৩৭
শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহ কোরআন শরীফ বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহরাস্তি পৌর শাখা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। মুসলিম শিক্ষার্থীরা যেনো তেলাওয়াতের পাশাপশি অর্থ সহ কোরআন অধ্যয়ন করতে পারে সেজন্যে শাহরাস্তি পৌর এলাকার বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া অর্ধশত শিক্ষার্থীর মাঝে অর্থসহ কোরআনুল কারিম বিতরণ করা হয়েছে।
|আরো খবর
শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহরাস্তি পৌর শাখার সভাপতি আক্তার হোসেন শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহেদ আলী তাহমিদের সঞ্চালনায় এবং হাফেজ মারুফ মিয়াজীর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার (পিপিএম-বার)। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই সমাজকে পরিবর্তন করতে হলে কুরআনকে হৃদয়ঙ্গম করতে হবে, কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ পড়ে তা আমল করলেই মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি মিলবে। তিনি আরো বলেন, এই সমাজ পরিবর্তনে কুরআনের বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহরাস্তি পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, তরুণ যুবকদেরকে হযরত ওমরের মত হতে হবে। তবেই এদেশে আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আল কুরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি মিলবে না। কুরআনী সমাজ প্রতিষ্ঠা না হলে মুসলমানদেরকে বিধর্মীদের গোলামী মেনে নিতে হবে। তাই আমাদের আহ্বান, তোমরা সকলে অর্থ সহ কুরআন পড়ে, বুঝে তা বাস্তবে প্রতিষ্ঠার চেষ্টা করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাওলানা শাহজালাল, শাহরাস্তি মিডিয়া ফোরামের সভাপতি শাহ আলন ভূইয়া, শাহরাস্তি পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, শাহরাস্তি পৌর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি জিহাদুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড ।
ডিসিকে/এমজেডএইচ