শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১১:০৪

লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক হিসেবে আনিছুজ্জামানের যোগদান

রেদওয়ান আহমেদ জাকির
লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক হিসেবে আনিছুজ্জামানের যোগদান

মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে মোঃ আনিছুজ জামান মজুমদার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১১ অক্টোবর সকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালক শিক্ষা মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহআলম বাদল, রোটা. রেদওয়ান আহমেদ জাকির, মোঃ মনির হোসেন প্রমুখ।

লিটল স্কলার্স একাডেমিতে যোগদানের পর তিনি বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কাজ করেছি। বর্তমানে এক ঝাঁকতরুন মেধাবী শিক্ষক নিয়ে এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডে-কেয়ার সেবার মাধ্যমে সৃজনশীলতা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। এ উপজেলায় শিক্ষা বিস্তারে বিদ্যালয় পরিচালক মন্ডলী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ১৯৬০সালে তিনি মতলব উত্তর উপজেলার ফতেপুর মজুমদার বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আঃ হাকিম জমাদার একজন চাকুরীজীবি ও মাতা জয়নবের নেছা একজন গৃহিনী। তিনি ১৯৮১ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে বিএসসি ও ১৯৮৭সালে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড পাশ করেন। তিনি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৮৩ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি ২০০৭সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০সালের জুলাই মাসে উক্ত বিদ্যালয় হতে অবসর গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়