প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২১:৫২
হযরত শাহরাস্তি বোগদাদী (র.)-এর ওরশ মোবারক অনুষ্ঠান
দেশের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
----সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি

হযরত শাহরাস্তি বাগদাদী (র.)-এর ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সারা পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে হযরত শাহাজালাল (র.)-এর নেতৃত্বে ৩৬০ জন আল্লাহর অলী সারা বাংলাদেশে ছড়িয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাঁদের মধ্যে একজন ইরাকের বাগদাদী থেকে এসেছেন, যিনি হযরত শাহরাস্তি বোগদাদী (র.) ।
তিনি শাহরাস্তি এসে ধন্য করেছেন। পরবর্তীতে
তাঁর নামে শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়েছে।
প্রতিটি মুসলমানকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তা'আলা আনহুর যে শাসন ব্যবস্থা সেটি মেনে চলা উচিত ।সারা পৃথিবীতে এখনো হযরত ওমর ফারুকের শাসন ব্যবস্থাকে পেছনে ফেলে যেতে পারেনি কোনো দেশ।
দেশের আর্থসামাজিক উন্নয়নে, মানুষের কল্যাণে, স্বচ্ছতা, আন্তরিকতা, সততার মাধ্যমে সবাইকে ভালো কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি ।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার মানুষ অত্যন্ত আন্তরিক। স্বল্প সময়ের মধ্যে তা আমি দেখতে পেয়েছি।
তিনি তাঁর বক্তব্যে মুসলমান শব্দের অর্থ সহ হযরত ওমর ফারুক (রা.)-এর শাসন ব্যবস্থার কথাও তাঁর বক্তব্যে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. মাহবুবুর রহমান।
মো. রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও শাহ মো. সাইফুল ইসলাম রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন ওরশ কমিটির সহ-সভাপতি সৈয়দ জিলান মিয়া, সাধারণ সম্পাদক সেকান্দার মিয়া, সৈয়দ ইমাম হাছান সুমন, মো. নাসির আহমেদ, ওলামা কমিটির সদস্য সৈয়দ মাসুদ হাছান মাইনু,
খাদেম পরিবারের সদস্য শাহ্ মো.
এহতেশামুল হক সজীব।








