প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:০৩
ইয়ুথ ফোরাম বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

প্রতিবারের মতো এবারও ইয়ুথ ফোরাম বাংলাদেশ কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টায় ইয়ুথ ফোরাম বাংলাদেশের প্রধান কার্যালয়ে শতাধিক সুবিধাবঞ্চিত লোকের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার (এএলটি) ও আঞ্চলিক উপ-কমিশনার (বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চল) হাফেজ আহমেদ। তিনি বলেন, " ইয়ুথ ফোরাম বাংলাদেশ প্রতিবারের মতো এবারও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সময়োপযোগী মহৎ পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আরেক অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন বলেন, "এ ধরনের কার্যক্রমে সমাজের প্রত্যেক মানুষের সামাজিক দায়বদ্ধতার দিক থেকে সম্পৃক্ত থাকাই নৈতিক কর্তব্য বলে আমি মনে করি।"
ইয়ুথ ফোরাম বাংলাদেশ- এর কো-অর্ডিনেটর রোটা. অ্যাড. আলেয়া বেগম লাকী বলেন, "তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যেনো যুগ যুগ ধরে এই কাজটি অব্যাহত রাখতে পারি। তরুণদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তারাও এসব কাজে এগিয়ে আসুক।"
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক প্রেসিডেন্ট মিতু আক্তার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম সজীব, আয়োজক কমিটির খালেক খান, রাইসা রহমান চাঁদমনি, শিশু স্বেচ্ছাসেবক আবু বক্কর সিদ্দিক আয়াত, আবু সাইফ আরাফাত প্রমুখ।








