শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২১:০১

শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়া দক্ষিণ পাড়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আবুল কালাম।।
শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়া দক্ষিণ পাড়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়া দক্ষিণপাড়ের (শাহরাস্তি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক সংস্থাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করছেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. আবুল কালাম এবং অন্যান্য অতিথি।

শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়া দক্ষিণ পাড়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) বিকেলে উপজেলার চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্বেচ্ছাসেবক মিলনমেলা, আলোচনা সভা, সম্মাননা স্মারক, ক্রেস্ট প্রদান ও কেক কাটা হয়।

চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে ও কলেজ শাখার আইসিটি বিভাগের প্রভাষক মো. শাহজামালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ সচিব মো. আবদুল মান্নান, সমাজ সেবক আলী হায়দার মজুমদার, মো. নূরুল আজম সোহাগ, সাংবাদিক রাফিও হাসান হামজা, রিজন পাটোয়ারী, শিক্ষক মো. আবু তাহের বাহার প্রমুখ।

আলোচনা সভাশেষে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রায়হান উদ্দিন, কাউসার ইসলাম, এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়ার শোরসাক শাখার পরিচালক নিয়াজুর রহমান, মেঘা মার্ট বিডির পরিচালক মাহাবুবুল আলম, আবুল কাশেম, জহির রায়হান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়