প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯
চুরি হওয়া স্পিডবোট উদ্ধার, মূল আসামী গ্রেফতার

|আরো খবর
চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের তৎপরতায় চুরি হওয়া স্পিডবোট উদ্ধারসহ মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ৬৭/১১৭১, তারিখ–২২/১১/২০২৫ খ্রি., ধারা–৩৭৯/৩৪ এবং সংযুক্তি ধারা–৩৯৫/৩৯৭ পেনাল কোডে রুজুকৃত একটি স্পিডবোট চুরির ঘটনায় চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের ধারাবাহিক ও সমন্বিত অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।
এ মামলায় গত ১৫/০১/২০২৬ খ্রি. হতে ১৬/০১/২০২৬ খ্রি. পর্যন্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল এবং অফিসার ইনচার্জ, চাঁদপুর নৌ থানার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুফল চন্দ্র সিংহ ও চাঁদপুর নৌ থানা ফোর্স সমন্বয়ে একটি অভিযানিক দল গঠন করা হয়। অভিযানে চাঁদপুর নৌ থানার মাধ্যমে সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ), ঢাকা ও সাভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে গত শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে মামলার তদন্তে প্রাপ্ত মূল আসামি মো. আব্দুল কাদের (২৬), পিতা-আমিন গাজী ওরফে শামিম গাজী, সাং কালিরচর, থানা ও জেলা : মুন্সিগঞ্জকে গ্রেফতার করা হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল আনুমানিক ৫টা ১০মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন শ্যামলাপুর এলাকায় বুড়িগঙ্গা নদী সংলগ্ন তাহা ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশে খালের মধ্যে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ২০০ সিসি আকাশী ও সাদা রংয়ের একটি স্পিডবোট (ইঞ্জিন : ইয়ামাহা জাপান 200AET, ইঞ্জিন নং 6G6X1070512, দৈর্ঘ্য ২৬ ফুট, প্রস্থ ৬.৫০ ফুট, ফাইবার নির্মিত চ্যালেঞ্জার বডি), যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দমূলে উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ চুরি ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত স্পিডবোটটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল নদীপথে সংঘটিত সকল প্রকার অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।








