প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৯
রামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টায় রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা কমার রোডস্থ আবুল হাশেম ভবনে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক লক্ষ্মীপুর কর্তৃক শীতবস্ত্র ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় কর্তৃক সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
জেলা দৃষ্টিপ্রতিবন্ধী শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. শাকিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারশিদ বিন এনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মমিন উল্যাহ স্বপন, কেন্দ্রীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অর্থ সম্পাদক মো. হারুন অর রশিদ, মিজানুর রহমান, হুমায়ুন আহমেদ, শফিকুল ইসলাম, সাগর মোল্লা, হান্নান চৌধুরী, জামাল হোসেন সহ গণমাধ্যম কর্মী।







