রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪টি চোরাই মোটরসাইকেলসহ ১ চোর আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪টি চোরাই মোটরসাইকেলসহ ১ চোর আটক
অনলাইন ডেস্ক

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত ১২ টা ১ মিনিটে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নূরুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স জনৈক টুটন ঘোষের ব্যবহৃত TVS 110 cc মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করে। একটি চৌকষ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় চাদঁপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. সুমন (৩৯) (পিতামৃত : আলী হোসেন, সাং চরপাগলা ফরাজি বাড়ি, থানা : রায়পুর, জেলা : লক্ষ্মীপুর বর্তমান-ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প, থানা : চাঁদপুর সদর, জেলা- চাদপুর)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজত হতে ১। Redion TVS 110cc, ২। Pulsar 150cc ৩। Zaara 100cc ও ৪। Platina 100cc মোট ০৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়