শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ২০:১২

শাহরাস্তিতে মৌলভী ছালামত উল্লাহ পাঠাগার ও গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে মৌলভী ছালামত উল্লাহ পাঠাগার ও গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু

শাহরাস্তিতে আলহাজ্ব জালাল উদ্দিন পন্ডিত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নতুন করে যাত্রা শুরু করেছে মৌলভী ছালামত উল্লাহ পাঠাগার ও গবেষণা কেন্দ্রে। উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে গতকাল ৮ অক্টোবর শুক্রবার সকালে পাঠাগার ও গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব জালাল উদ্দিন পন্ডিত কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা হাফেজ আবুল খায়ের।

এ উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের কর্নধার বাংলাদেশ সার্ভিস কমিশনের পরিচালক মোঃ মহসিন আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মেধা বিকাশের জন্য একমাত্র মাধ্যম হলো বই। পৃথিবীতে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্বের উন্নত দেশ গুলোর সফলতা এসেছে কর্মমুখী শিক্ষার কারনে। তিনি বলেন, এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভী ছালামত উল্লাহ পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী।

সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা উপ সচিব আনোয়ার হোসেন, শরিয়াহ বোডের সদস্য হাফেজ মাওলানা রোকনুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিআরটিএর উপ পরিচালক চৌধুরী আইনুল হুদা, চাঁদপুর ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম, ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, মোশাররফ হোসেন টেকনিক্যাল ইন্সিটিউট এর অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, লাকসাম উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহিবুল্লাহ, ছাদমান, ইউপি সদস্য কামরুজ্জামান রিপন প্রমূখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন জালাল উদ্দিন পন্ডিত কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা হাফেজ মাওলানা আবুল খায়ের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়