সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২২:২৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, দুদিন পর দেখা মিললো সূর্যের

অনলাইন ডেস্ক
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, দুদিন পর দেখা মিললো সূর্যের

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে গ্রাম ও শহরের জনপদ। বিভিন্ন এলাকায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। এদিন সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গাতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গ্রাম থেকে শহরে কাজে আসা কয়েকজন দিনমজুর জানান, গত কয়েক দিনে শীতের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে হিমেল বাতাসে কাজ করা খুবই কষ্টকর হয়ে উঠেছে।

রিকশাচালক আব্দুর রহমান বলেন, হাত-পা যেন অবশ হয়ে যাচ্ছে। রিকশা চালাতে গিয়ে কাঁপুনি ধরে যাচ্ছে। তারপরও সংসারের জন্যে রাস্তায় নামতেই হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান বলেন, গত দুদিন পর আজ সূর্যের দেখা মিলেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। মাসের শেষের দিকে কিংবা নতুন বছরের শুরুতে চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র : যুগান্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়