প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৬:১৮
মতলবের নারায়ণপুরে পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্বোধন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমেরিকান প্রবাসী আবু নাছের পাটোয়ারী
ফাউন্ডেশনটি অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করবে
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাটোয়ারী বাড়ির উদ্যোগে নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। আজ ৮ অক্টোবর সকাল ১০ টায় নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে এ ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ১শত পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. মামুন পাটোয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটোয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী মো. আবু নাছের পাটোয়ারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাটোয়ারী ফাউন্ডেশনটি এলাকায় অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে। পরবর্তীতে এ ফাউন্ডেশনটি উপজেলা ও জেলা পর্যায়ে অসহায় ও দরিদ্রদের মাঝে কাজ করবে। আমাদের পাটোয়ারী পরিবার অতীতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সেবা করার চেষ্টা করেছে। আমরা তাদের উত্তরসূরী হিসেবে এ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের কল্যানে কাজ করার চেষ্টা করে যাবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান ও ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. জাকির হোসেন, এনবিআরের যুগ্ম কমিশনার মুরাদ আহমেদ জুয়েল পাটোয়ারী, কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শামীমা পাটোয়ারী, সমাজ সেবক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মফিজুর রহমান মিলন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সাবেক শিক্ষক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মিয়াজী। আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন মো. ওমর ফারুক পাটোয়ারী।
পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে খাদেরগাঁও ইউনিয়নের ১শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ ছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. আবু নাছের পাটোয়ারী তার ব্যক্তিগত তহবিল থেকে পাটোয়ারী বাড়ী সংলগ্ন হযরত হযরত ওমর (রা.) মাদ্রাসাকে ৫০ হাজার টাকা দান করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, ফাউন্ডেশনের সদস্য মো. আব্দুল মতিন পাটোয়ারী (বুলু), এসএম ফারুক পাটোয়ারী (লুলু), মো. শাহজালাল সরকার, মো. সেলিম পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জামাল হোসেন পাটোয়ারী, সদস্য মো. মেহেদী পাটোয়ারী, মো. টুটুল পাটোয়ারী, মো. সোলাইমান পাটোয়ারী, মোঃ মাসুদ পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মো. নাজমুল হোসেন। পরে অনুষ্ঠানের অতিথিদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।