শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ২২:৩৪

চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর

জঞ্জালমুক্ত হলো ফরিদগঞ্জের ওনুআ স্মৃতি ভাস্কর্য চত্বর

শামীম হাসান
জঞ্জালমুক্ত হলো ফরিদগঞ্জের ওনুআ স্মৃতি ভাস্কর্য চত্বর

‘পরিচর্যার অভাবে স্বরূপ হারাতে বসেছে ওনুআ স্মৃতি ভাস্কর্য’ শিরোনাম দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের ১০ দিনের মাথায় পুরো চত্বরটি জঞ্জালমুক্ত করা হলো। তবে পরিচ্ছন্ন করার কাজটি ওনুআ স্মৃতি সংসদ বা প্রশাসনের পক্ষ থেকে নয়, স্বউদ্যোগে কাজটি করেছেন এ হাবীব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের সভাপতি আহসান হাবীব।

১৮ সেপ্টেম্বর চাঁদপুর কণ্ঠের প্রথম পাতায় গুরুত্ব সহকারে ওনুআ স্মৃতি ভাস্কর্যের সংবাদটি প্রকাশের পরমুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সংবাদটি নিয়ে সচেতন মহলে ব্যাপক ইতিবাচক আলোচনা হয়েছিলো। বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব নিজেই সংবাদটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে লিখেছিলেন, এ ধরনের সামাজিক কাজগুলো করার জন্যে আমাদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

সংবাদ প্রকাশের ৯ দিন পর গত ২৯ সেপ্টেম্বর বুধবার আহসান হাবীব কজন শ্রমিককে পারিশ্রমিক দিয়ে ওনুআ ভাস্কর্য চত্বরের আগাছা পরিষ্কার করেন। একই সাথে ভাস্কর্যের গায়ে পড়া শেওলার আংশিক পরিষ্কার করেন।

যদিও এ বিষয়ে ওনুআ স্মৃতি সংসদ কর্তৃপক্ষকে উদ্যোগী হতে দেখা যায়নি। ভস্কর্যের গায়ের ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ শ্লোগানের বিকৃত বাক্যটি এখনও রয়ে গেছে। এর আগে ভাস্কর্য ও ওনুআ পাঠাগার নিয়ে শীঘ্রই সভা করে সংস্কারের ও সংরক্ষণের কথা চাঁদপুর কণ্ঠকে জানিয়েছিলেন ওনুআ স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল। তবে কবে নাগাদ সভাটি অনুষ্ঠিত হবে আর ওনুআ পাঠাগার ও ভাস্কর্য ফিরে পাবে তার স্বরূপ তা নিয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেননি।

ফরিদগঞ্জ বাজারের প্রবেশ পথে দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি বেসরকারিভাবে ব্যক্তি ও সাংগঠনিকভাবে নির্মিত হলেও তা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পৌর প্রশাসন Ñএমনটাই দাবি পৌর এলাকার সচেতন মহলের। এবারের পরিচ্ছন্নতায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আহসান হাবীব এগিয়ে আসলেও আগামীতে ফের আগাছা ঘেরা ভাস্কর্যটি জঞ্জালমুক্ত করবে কে Ñএই প্রশ্ন এখন সকলেরই মনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়