প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯
বড়োভাইয়ের বসতঘরের ভেতরে ছোট ভাইয়ের দখলদারিত্ব

বড়োভাইয়ের পৈত্রিক পরিত্যক্ত বসতঘরের একাংশ দখল করে রান্নাঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পরিবারের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) ঘটনাটি ঘটে ফরিদগঞ্জের ফকির বাজার সংলগ্ন ঘনিয়া বেপারী বাড়িতে। বড়োভাই মো. আব্দুল লতিফ অভিযোগটি করেছেন ছোটভাই শহিদুল্লাহ মাস্টারের বিরুদ্ধে।
|আরো খবর
সরেজমিন গেলে দেখা যায়, আব্দুল লতিফের পুরাতন বসত ঘরের পূর্ব পাশ দিয়ে গলির মতো পুরানো পথটি বন্ধ করে তাতে রান্না ঘর তৈরি করেছে ছাোট ভাই শহীদুল্লাহ্ মাস্টার। রান্না ঘরটি এমনভাবে করা হয়েছে, যার একটি অংশ লতিফ মিয়ার বসতঘরের মূল বেড়াসহ দখল করে করা হয়েছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, তাদের এ বিষযগুলো সহজে সমাধান সম্ভব নয়। কারণ, একটি দরবারি চক্র তা জিইয়ে রেখেছে।
আব্দুর লতিফ জানান, বাবা মৃত আব্দুল হালিমের ঘরে আমরা তিন ভাই ও দু বোন। ছেলেদের মধ্যে আমি পৈত্রিক বাড়ি থেকে পাশে নতুন বাড়ি করেছি। মেঝো ভাই আমিন উল্যাহ্ ঢাকায় প্রতিষ্ঠিত ও ছোট ভাই শহিদুল্লাহ মাস্টার পৈত্রিক বাড়িতে এবং বোনেরা স্বামীর বাড়িতে বসবাস করছে।
আব্দুল লতিফ আরো জানান, আমার ছেলেরা প্রবাসে থাকায় আমি নতুন বাড়িতে বসবাস করি। এই সুযোগে ছোট ভাই শহিদুল্লাহ মাস্টার জোরপূর্বক আমার পুরানো বসতঘরের ভেতরে ঢুকে রান্নাঘর বানিয়ে জবরদখল করে।
অভিযোগ অস্বীকার করে শহিদুল্লাহ মাস্টার বলেন, আমার মেঝোভাই ঢাকায় থাকেন। তিনি বাড়ি-ঘরে আসেন না। তাই তিনি বলেছেন, তার সম্পত্তি যেন আমরা দুজনই ভোগ-দখল করি। তাছাড়া আমি আমার বোনদের কাছ থেকে ২ শতাংশ সম্পত্তি ক্রয় করেছি। যেখানে রান্নাঘর নির্মাণ করেছি, ওই সম্পত্তি আমার ভাগে পড়েছে। তারপরও আমি বড়ো ভাইকে (আব্দুল লতিফ) বলেছি, আপনি বসেন (সালিসি বৈঠক), আমি সমাধানের পক্ষে আছি।






