বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে ফরিদগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের কর্মবিরতি

প্রবীর চক্রবর্তী।।
নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে ফরিদগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের কর্মবিরতি
নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে ফরিদগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মীদের কর্মবিরতি।

পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জে কর্মবিরতি পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মীরা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ কর্মীদের এ কর্মবিরতি চলবে। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে পরিবার পরিকল্পনা বিভাগের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান সাকিল, সাধারণ সম্পাদক কামরুল হাসান, চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কমিটির সভাপতি কানিজ ফাতেমা ও পরিবার কল্যাণ সহকারী পারভীন বেগম।

বক্তারা বলেন, নিয়োগ বিধি বাস্তায়ন নিয়ে টালবাহানা আমরা মেনে নেবো না। প্রয়োজনে আমরা আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা চাই না আমাদের কারণে কোনো প্রসূতি মা ও নবজাতকের ক্ষতি হোক। কিন্তু সরকার আমাদের দাবি বাস্তবায়ন না করে কাল ক্ষেপণ করে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছেন। এটা উচিত নয়। সরকার যদি করোনাকাল সহ স্বাস্থ্য বিভাগে আমাদের অবদানের কথা ভুলে যান, তবে তা ঠিক হবে না। আশা করছি, সরকার আমাদের দাবি আজকের মধ্যেই বাস্তবায়নের কাজ শুরু করবেন। যাতে আমরা আগামীকাল থেকে মাঠে ফিরে যেতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়