শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৮:২৩

হাজীগঞ্জে এমএসবি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে এমএসবি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা
হাজীগঞ্জে এমএসবি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার একাংশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থী তৈরির লক্ষ্যে হাজীগঞ্জে অনুষ্ঠিত হলো এমএসবি ফাউন্ডেশনের আয়োজনে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা। শনিবার (২২ নভেম্বর ২০২৫) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অ্যান্ড এডুকেশন ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায়

হাজীগঞ্জসহ তৎসংলগ্ন এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণক্ষমতা ও মেধা যাচাই করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবকদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমা আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন এ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণসহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়