শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২১:৪৩

কোন্ ক্রাইটেরিয়ায় আমি মনোনয়ন বঞ্চিত হলাম জানতে চাই

----আলহাজ্ব এম এ হান্নান

প্রবীর চক্রবর্তী।।
কোন্ ক্রাইটেরিয়ায় আমি মনোনয়ন বঞ্চিত হলাম জানতে চাই
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ এম এ হান্নান।

বক্তব্য যখন রাখছিলেন, বারবার আবেগ ধরে রাখতে পারছিলেন না। গলার স্বর ভারী হয়ে আসছিলো। কয়েকবার চোখের পানিও মুছেছেন। যা উপস্থিত সকল নেতা-কর্মীর মনে দাগ কেটেছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ফরিদগঞ্জের আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ দৃশ্য ফুটে উঠে।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এমএ হান্নান বলেন, ফরিদগঞ্জবাসীর জন্যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছি। ইচ্ছে ছিলো সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই সারাজীবন মানুষের পাশে থাকার। আমি মনেপ্রাণে বিএনপি করি, তাই সবসময়ই বিএনপির পাশে ছিলাম। মরহুম আলমগীর হায়দার খান এমপির থেকে অদ্যাবধি দলের বিরুদ্ধে কখনো যাইনি, দল থেকে বিচ্যুত হইনি। পদে ছিলাম বা না ছিলাম সবসময় দলের নেতা-কর্মীদের খোঁজখবর নিয়েছি। দুঃসময়ে তাদের পাশে ছিলাম। সর্বোচ্চ মহলের নির্দেশক্রমেই সরাসরি রাজনীতিতে জড়িয়েছি। সর্বশেষ দলের দায়িত্ব নিয়ে দলকে গুছিয়ে এই পর্যন্ত এনেছি। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিলো। কিন্তু কী কারণে আমি নির্বাচন করতে পারিনি তা দল এবং আপনারা সকলেই জানেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে জনাব তারেক রহমান যতগুলো শর্ত এবং জরিপ করিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আমি সব শর্ত শতভাগ পূরণ করেছি এবং জরিপে অনেক এগিয়ে আছি। কিন্তু দল প্রাথমিক মনোনয়ন দিতে গিয়ে কোন্ ক্রাইটেরিয়ায় আমার পরিবর্তে অন্যজনকে মনোনয়ন দিলো, যা দেখে আমি বিস্মিত। তাই আমি জনাব তারেক রহমানের কাছে কোন্ ক্রাইটেরিয়ায় আমি মনোনয়ন বঞ্চিত হলাম তা জানতে চাই। এই অধিকারটুকু আমার আছে। অন্যদিকে কোন্ যোগ্যতায় জনাব হারুন মনোনয়ন পেলেন তাও জানার অধিকার আমার রয়েছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী জানতে চায় এই কথাগুলো। আমার যদি কোনো দোষ থাকে, তাহলে একটাই দোষ--আমি সৎ পথে চলি, সত্য কথা বলি, যাকে যা বলার সামনে বলি। আমি পেছনে বলার মানুষ নই। কারণ আমি আল্লাহর পরে আর কাউকে ভয় পাই না। আপনারা কাকে মনোনয়ন দিলেন! আর কাউকে দেখলেন না? আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, আমার এমপি হওয়ার লোভ নেই। তাই ওই হারুন সাহেবের পরিবর্তে আপনারা যাকে মনোনয়ন দেবেন তাকে নিয়ে আমি মাঠে নেমে পড়বো। ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। একটি সাজানো-গোছানো সংসার এভাবে তছনছ করে দেবেন না।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত তিন নভেম্বরের পর থেকে আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকলাম। কোনোদিন আমি আপনাদের ছেড়ে যাবো না, আপনারাও আমাকে ছেড়ে যাবেন না। ভবিষ্যতে আপনারা যে সিদ্ধান্ত দেবেন, আমি আপনাদের পাশে আছি।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজরুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, রফিকুল আলম কাঞ্চন, মাসুদ হোসেন, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদল আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়