শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২১:১৩

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তারা

ত্যাগী নেতা শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে

রেদওয়ান আহমেদ জাকির।।
ত্যাগী নেতা শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের একাংশ।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর কর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারায়ণপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ঢাকামুখী ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল তিন ঘন্টা বন্ধ ছিলো। পরে সন্ধ্যা ৬টার পর অবরোধ তুলে নেয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্য, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, নজরুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি এসএম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, ৬নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাসেল, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক জয়নুল আবেদীন শিশিরসহ অন্য নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, শুক্কুর পাটওয়ারী ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দল করতে গিয়ে অনেক হামলা মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। কিন্তু যাঁকে প্রার্থী করা হয়েছে, বিএনপির রাজনীতিতে তাঁর কোনো অবদান নেই। এ কারণে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি পালন করেছেন। আমরা মতলবের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৃণমূল থেকে উঠে আসা এমএ শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন দিতে হবে। তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা এমএ শুক্কুর পাটোয়ারী মনোনয়ন পেতেন। আশা করছি, তৃণমূলের গণদাবি মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় অবরোধ করে বিএনপির নেতারা দাবি তোলেন, অতি দ্রুত এই আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, এমএ শুক্কুর পাটোয়ারী তৃণমূল থেকে উঠে আসা, অসংখ্য হামলা মামলার শিকার এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।

সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়