শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২১:১০

রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব

------------------তানভীর হুদা

মাহবুব আলম লাভলু।।
তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব
মতলব উত্তরে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগে বক্তব্য রাখেন বিএনপি নেতা তানভীর হুদা।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) মতলব উত্তর উপজেলা ও ছেঙ্গারচর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মশাল হচ্ছে প্রতিবাদের প্রতীক। কেউ আগুন লাগাতে বা সহিংসতা করতে যায়নি। প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, যাতে জনগণ পছন্দ করে এবং আমাদের প্রতি আস্থা রাখে। তানভীর হুদা বলেন, কোনো উস্কানিমূলক কাজ করা যাবে না। মানুষের অসুবিধা হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে। জনসাধারণই হচ্ছে আমাদের শক্তি। তিনি বলেন, আপনারা মিছিলে বলেন ‘অবৈধ মনোনয়ন’ এটা ভুল। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা মানেই বৈধ ঘোষণা। এটাকে অবৈধ বলা ভুল ব্যাখ্যা। মনোনয়ন যদি আপনাদের পছন্দ না হয়, দলের ভেতরে সেটি জানানোর পথ রয়েছে। রাজপথের ত্যাগ, সংগ্রাম ও জনগণের সমর্থনই চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তানভীর হুদা বলেন, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন, সংগ্রামে ছিলাম তাদের দায়িত্ব হলো চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত দলের প্রতি আস্থা রেখে জনগণের সমর্থন প্রমাণ করে যাওয়া। জনগণকে বিশ্বাস করাতে হবে আমরা ধানের শীষের পক্ষে, তারেক রহমানের নেতৃত্বের পক্ষে।

এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্না আক্তার, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, তাঁতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়