প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২০:৪৪
চরভৈরবীতে গণসংযোগ ও মহিলা সমাবেশ
আমাকে বিজয়ী করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পথ সুগম হবে
------শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচর উপজেলার চরভৈরবীতে গণসংযোগ ও মহিলা সমাবেশে অংশ নিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে চরভৈরবী ইউনিয়নের গাউছুল আজম ছবরিয়া আদর্শ দাখিল মাদরাসা প্রাঙ্গণে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি, লড়াই করেছি। আপনাদের ছেলেরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেনি। কখনো বাগানে, কখনো মাঠে লুকিয়ে থাকতে হয়েছে। পুলিশের ভয়, শাসক দলের অত্যাচারে তারা ঘরছাড়া ছিলো। অথচ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কখনো দেশ ছাড়েননি। তিনি এই দেশের মানুষের পাশে আছেন, থাকবেন।
|আরো খবর
তিনি বলেন, গত ১৭ বছরে কেউ ভোটকেন্দ্রের কাছে যেতে পারেননি। এবার নিজের ভোট নিজে দেবেন। সবাইকে বলবেন ধানের শীষে ভোট দিতে। আমাকে বিজয়ী করলে দেশনেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পথ সুগম হবে। তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় এলে কাউকে চুরি করার সুযোগ দেয়া হবে না। জনগণের মৌলিক চাহিদা—বিশুদ্ধ পানি, ঘাটলা, রাস্তাঘাট এসবের সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ হবে।
সমাবেশে চরভৈরবী ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর রশিদ ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। এছাড়া এদিন তিনি সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি সকাল ৮টায় গাজীনগর থেকে গণসংযোগ শুরু করে সরদার বাড়ি, বেপারী বাড়ি, গাজী বাড়ি, উত্তর চরভৈরবী, উত্তর পাড়া বগুলাসহ পুরো ইউনিয়নের ঘরে ঘরে যান।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ শতাধিক নেতা-কর্মী।








