প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২০:৩৮
ড. মিলনকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় যুবদলের সংবাদ সম্মেলন

ধানের শীষের মনোনীত প্রার্থীকে নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন ও অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন।
|আরো খবর
লিখিত বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির অপর মনোনয়ন বঞ্চিতের পক্ষে মনোনয়ন দেয়ার দীর্ঘ দিন পর ঢাকা জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে, যা দলের গঠনতন্ত্র পরিপন্থী। তিনি আরো বলেন, ড. এহসানুল হক মিলন বিগত আওয়ামী সরকারের সময় ৩৭টি মামলায় দু বছর জেল খেটেছেন এবং কচুয়ার রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। বিগত ১৭ বছরে বিএনপির বহু নেতা-কর্মী হামলা, মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। আমাদের নেতা ড. এহসানুল হক মিলনের নির্দেশে আমরা দলীয় সকল কর্মসূচি পালন করেছি। আমরা উপজেলা যুবদল ও বিএনপির পক্ষ থেকে ওই মিথ্যা সংবাদ সম্মেলন ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের দাবি জানাই।
উপজেলা যুবদলের সভাপতি আবদুস ছালাম শান্তর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি মাস্টার আজিজ উল্যাহ, উত্তরাঞ্চলীয় সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, বিএনপি নেতা তরিকুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, বংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম আবু ফয়েজ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।








