শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৯:৪১

ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল

আমরা মুনাফেক হবো না, মমিন হবো

............ছারছীনার পীর ছাহেব

স্টাফ রিপোর্টার।।
আমরা মুনাফেক হবো না, মমিন হবো
ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন মোনাজাত পরিচালনা করছেন। পাশে উপস্থিত মুসল্লির একাংশ।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ হর্ণি ওয়াপদা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। মাহফিলের মজলিস হলো আমলের জন্যে। মাহফিলের মজলিসে আমরা ইলম অর্জন করতে বসেছি। ইলম শিক্ষাতে লাগবে আদব। ইলম কম হলেও আদব ঠিক থাকলে মুমিনে কামিল হবে। সেখানে আদব হলো বড়ো জিনিস। তিনি আরো বলেন, মুসলমানদের মধ্যে মমিন থাকবে, মুনাফেক থাকবে। আমরা মুনাফেক হবো না, আমরা মুমিন হবো। ইবাদতের মধ্যে যেনো মুনাফিকি না থেকে। যারা নেফাকি করে, তাদের থেকে দূরে থাকুন। মানুষ চিনতে ভুল করবেন না। ছারছীনা কোনো মানুষকে হেদায়েত করতে পারে না। কিন্তু মানুষকে পথ দেখাতে পারে।

আল্লাহ ও রাসূলকে পেতে হলে আদব লাগবে। আমরা পীর-মুরিদি টাকার জন্যে করি না, আল্লাহকে পাওয়ার জন্যে করি।

ছারছীনা কাউকে টাকা দিয়ে মুরিদ বানায় নাই। বরং মানুষ নিজ ইচ্ছায় ছারছীনায় মুরিদ হয়। আকিদার ক্ষেত্রে ছারছীনা ছাড় দেয় না। আকিদায়, আমলে, আখলাকে পরিপূর্ণ করতে এ দরবার যুগ যুগ ধরে খেদমত করে যাচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি হাফেজ শাহ আবু বকর মুহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, কেন্দ্রীয় তালিমে তরিকতের সহ-সভাপতি মাও. মামুনুল হক, ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ

মাও. মো. মুহিব্বুল্লাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লার সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার প্রমুখ।

মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাও. আহম সাইফুল্লাহ। সাধারণ সম্পাদক মাও. মো. মমিনুল ইসলাম খানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সিয়াম পাটোয়ারী ও নাতে রাসুল পরিবেশন করেন মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ,

ফরিদগঞ্জ যুব হিযবুল্লাহর সভাপতি মাও. মো. হাবিবুর রহমান মোহেব্বী ও ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিন প্রমুখ।

ঈছালে ছাওয়াব মাহফিলে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ছারছীনা পীর ছাহেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়