প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৭:১৮
আতঙ্কে অনেকে রাস্তায়
মতলব দক্ষিণে ৫.৭ মাত্রার ভূমিকম্প

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন জায়গায় ছুটির দিনে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠলো ঘরবাড়ি। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.৭ । ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিলো ২৬ সেকেন্ড।
ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়। ভূমিকম্পের কারণে মতলব সরকারি কলেজের প্রধান ফটকের নাম ফলকের দুটি অক্ষর (‘মত’) ভেঙ্গে পড়েছে, তবে কলেজের ভেতরের ভবনে কোনো ক্ষতি হয়নি। এছাড়া কিছু ঘরবাড়ির দেয়ালে ফাটল দেখা গেছে।
এ উপজেলার নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ, খাদেরগাঁও, নারায়ণপুর, উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই হুড়োহুড়ি করে নিরাপদ স্থানে চলে যান।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম জানান, এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ বলেন, কলেজের ভেতরের কোনো ভবনের ক্ষতি হয়নি, শুধুমাত্র প্রধান ফটকের নাম ফলকের দুটি অক্ষর ভেঙ্গে গেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা জানান, ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ফোর্স পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে, কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সাব-অফিসার মেহেদী হাসান জানান, এ পর্যন্ত কোথাও বড়ো ধরেনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কলেজের প্রধান ফটকের নাম ফলকের দুটি অক্ষর ভেঙ্গে পড়েছে।








