শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২১:১৪

লোকগবেষক কাদের পলাশকে নিয়ে 'লেখকের মুখোমুখি' অনুষ্ঠান আজ

লোকগবেষক কাদের পলাশকে নিয়ে 'লেখকের মুখোমুখি' অনুষ্ঠান আজ
প্রেস বিজ্ঞপ্তি

কবি, কথাকার ও লোকগবেষক কাদের পলাশের ৪০তম জন্মদিন উপলক্ষে ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় 'লেখকের মুখোমুখি' শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে চাঁদপুর সাহিত্য পরিষদ।

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে কাদের পলাশের কবিতা বিষয়ক আলোচনা করবেন জাহিদ নয়ন। নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী খোকন মজুমদার। কথাসাহিত্য নিয়ে আলোচনা করবেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক। উপন্যাস নিয়ে আলোচনা করবেন কবি নুরুন্নাহার মুন্নি। প্রবন্ধ ও লোকগবেষণা চর্চার স্বরূপ নিয়ে আলোচনা করবেন সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। ছোটকাগজ ত্রিনদী সম্পাদনা বিষয়ে আলোচনা করবেন কবি দেওয়ান মাসুদ রহমান।

পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত লেখক-পাঠকবৃন্দ

লেখকের চর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন কাদের পলাশ। এছাড়া স্মৃতিচারণামূলক আলোচনা করবেন আবদুল্লাহিল কাফী, মুহাম্মদ ফরিদ হাসান ও আশিক বিন রহিম।

এ অনুষ্ঠানে চাঁদপুরের লেখক, গবেষক, সাহিত্যানুরাগী, পাঠকবৃন্দকে উপস্থিত থাকার জন্যে সাদর আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়