প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২০:৩১
চাঁদপুরে উদ্বোধন হলো বিখ্যাত কাচ্চি ডাইন

চাঁদপুরে উদ্বোধন হলো বিখ্যাত খাবার রেস্টুরেন্ট কাচ্চি ডাইনের শাখা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) শহরের কালীবাড়ি মোড়স্থ পৌর নিউ মার্কেটের তৃতীয় তলায় একঝাঁক কোরআনের পাখির দোয়ার মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন একঝাঁক পবিত্র কোরআনের পাখি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
আরো উপস্থিত ছিলেন কাচ্চি ডাইনের জি. এম. সোহেল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইমন, চাঁদপুর শাখার পরিচালক মোহাম্মদ ইয়ামিন, আবু সুফিয়ান, হাসানুজ্জামান ও নজরুল ইসলাম।
কাচ্চি ডাইন চাঁদপুর শাখার পরিচালক মোহাম্মদ ইয়ামিন বলেন, বাসমতী কাচ্চির স্বাদ দিতেই কাচ্চি ডাইনের যাত্রা শুরু হয়েছে। কাচ্চি ডাইনের সুনাম অক্ষুণ্ন রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আমরা কোয়ালিটির সঙ্গে কমপ্রোমাইজ করবো না।
তিনি জানান, এই শাখায় বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, প্লেইন পোলাও, মুরগির রোস্ট, খাসি-গরুর রেজালা, কাবাব, মাটন চুইঝাল, বাদাম শরবত, বোরহানি, ফিরনি, চাটনি, জর্দা ও কোমল পানীয় পাওয়া যাবে।
নতুন শাখা উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্যে সব ধরনের খাবারের ওপর ৩০% ডিসকাউন্ট সুবিধা রাখা হয়েছে।








