শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৭:৫৫

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক ভোটদান শিক্ষা কার্যক্রম শুরু

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক ভোটদান শিক্ষা কার্যক্রম শুরু
ফরিদগঞ্জ ব্যুরো

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে সচেতনতা বাড়াতে অন্তর্ভুক্তিমূলক ভোটদান শিক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দিনব্যাপী বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর উদ্যোগে 'ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্প'-এর আওতায় সঠিকভাবে ভোট প্রদান শেখাতে আয়োজকরা ডেমো ভোট বা মকভোট আয়োজন করেন। যার উদ্দেশ্য হলো ভোটাররা মকভোটের মাধ্যমে ভোট দেওয়ার সঠিক পদ্ধতি শিখতে পারেন। এটি তাদের ভোটিং সিস্টেমের সাথে পরিচিত হতে সাহায্য করবে। এছাড়া একই দিন নারীদের নিয়ে উঠোন বৈঠকও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর আয়োজনে চাঁদপুর-ডিপিওডি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে চাঁদপুর-ডিপিওডি-এর সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মেজবাহ উদ্দিন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান। এছাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের সদস্য এমরান হোসেন লিটন, সাখাওয়াত হোসেন মিন্টু ও এফএ মানিক উপস্থিত ছিলেন।

প্রকল্পের মাঠ সমন্বয়কারী মমতাজ উদ্দিন মিলন জানান, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-এর সহযোগিতায় সারাদেশে ১৩টি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে মোট ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রকল্পের মাধ্যমে সঠিকভাবে ভোট প্রদান শেখাতে ডেমো ভোট বা মকভোট আয়োজন করা হয়। যার উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ভোটাররা মকভোটের মাধ্যমে ভোট দেওয়ার সঠিক পদ্ধতি শিখতে পারেন। এটি তাদের ভোটিং সিস্টেমের সাথে পরিচিত হতে সাহায্য করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়