বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:২৫

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান মনির গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান মনির গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ক্যাপশন: হাজীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ। ছবি: চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনকে দুই দফা জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি মাঠ ও নাটেহরা গ্রামে দুই দফা জানাজা শেষে নাটেহরা গ্রামের গাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন এবং গার্ড অব অনারে সালাম প্রদান করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা দিয়ে মরহুমের কফিন ঢেকে দেয়া হয়। এতে অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারী, বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলালসহ অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক লোকজন।

এর আগে ১৬ নভেম্বর রোববার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে মো. মনির হোসেন গাজীকে পারিবারিকভাবে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নাটেহরা গ্রামের গাজী বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়