শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২১:১৩

যুগান্তর ও চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর

লক্ষ্মীপুরে টুইন পিট ল্যাট্রিনের চলমান প্রকল্প বাতিল

পিডির বিরুদ্ধে অভিযোগ

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরে টুইন পিট ল্যাট্রিনের চলমান প্রকল্প বাতিল

দৈনিক যুগান্তর ও স্থানীয় পত্রিকা চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরে হতদরিদ্র পরিবারের জন্যে বিনামূল্যে দেয়া চার হাজার টুইন পিট ল্যাট্রিনের কাজ বাতিল করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) তবিবুর রহমান তালুকদার। এ নিয়ে ক্ষুব্ধ কাজের সঙ্গে সম্পৃক্ত ৮৮ জন উদ্যোক্তা। কোটি কোটি টাকা লোকসানের শঙ্কায় ভেঙ্গে পড়েছেন তারা। ক্ষতির সম্মুখীন হচ্ছে উপকারভোগীরাও।

উল্লেখ্য, গত ৩০ জুলাই 'বরাদ্দের এক-তৃতীয়াংশই লোপাট' শিরোনামে দৈনিক যুগান্তরে এবং লক্ষ্মীপুর টুইন ফিট ল্যাট্রিন নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি চলছে' শিরোনামে স্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠে পৃথক দুটি সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের। পরে এ প্রকল্প বাতিল হয়। উদ্যোক্তাদের দাবি, ল্যাট্রিন নির্মাণের জন্যে সব মালামাল তৈরি করা শেষ। হঠাৎ প্রকল্প পরিচালক কাজ বাতিল করে দিয়েছেন। এতে উদ্যোক্তাদের কয়েক কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে। এ প্রকল্প বাতিলে প্রকল্প পরিচালকের কারসাজি রয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ। সেই পর্যন্ত মেয়াদ থাকলেই শতভাগ কাজ শেষ হয়ে যাবে। উপকারভোগীরা উপকৃত হবেন। এ ঘটনায় লোকসানের আশঙ্কায় ক্ষোভ জানিয়েছেন সালামতুল্লাহ সেলিম, আবুল হোসেন, ইউনুস মিয়া, ইমরান হোসেন রাশেদ, তানভীর হোসেন, জামাল হোসেন, জুয়েল মাহমুদ, আরাফাত হোসেন, বাহার উদ্দিন রুবেল ও ইরান পাটওয়ারীসহ অর্ধশতাধিক উদ্যোক্তা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয় সূত্র জানায়, অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’র আওতায় মাঠ পর্যায়ে হতদরিদ্র পরিবারে বিনামূল্যে ৯ হাজার ৩৮৯ টুইন পিট ল্যাট্রিন নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রতিটি ল্যাট্রিনের মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। গেল বছর ৫ আগস্টের পর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় মাঠপর্যায় থেকে উপকারভোগীদের নাম সংগ্রহ করা হয়। এদিকে কাজ চলমান থাকা অবস্থায় হঠাৎ প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার সোমবার (১০ নভেম্বর ২০২৫) চার হাজার ল্যাট্রিনের বরাদ্দ বাতিল করে লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারকে চিঠি দিয়েছেন। যদিও চিঠিটি গত ৬ নভেম্বর স্বাক্ষরিত হয়েছিলো।

প্রকল্প বাতিলের চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার জেলায় ৯ হাজার ৩৮৯টি ল্যাট্রিনের বরাদ্দ প্রদান করা হয়েছিল। টুইন পিট ল্যাট্রিন স্থাপনের কাজ ১৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্নকরণপূর্বক সব বিল দাখিল করতে হবে। কিন্তু আপনার জেলায় টুইন পিট ল্যাট্রিন স্থাপন কাজের অগ্রগতি সন্তোষজনক নয় এবং ১৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভবপর হবে না মর্মে প্রতীয়মান হয় বিধায় আপনার জেলার ৪০০০ টুইন পিট ল্যাট্রিনের বরাদ্দ বাতিল করা হলো।’

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্পের জন্য অ্যাপস রয়েছে। গত অক্টোবর মাসে ল্যাট্রিন প্রকল্পের উপকারভোগীদের নাম অ্যাপসে এসেছে। এর মধ্যেও অ্যাপসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। প্রথম পর্যায়ে ৮৮ জন ঠিকাদারকে ২০টি করে কাজ দেয়া হয়। এরপর ৫০-১০০ করে তারা আরও কাজ করেছেন। অ্যাপসের সমস্যার কারণে আগের কাজগুলোর তথ্যাদি আপলোড হয়নি, যার কারণে কাজের বিলও আটকে গেছে তাদের।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার বলেন, শেষ পর্যায়ে আমরা বরাদ্দ পেয়েছি, এজন্যেই সমস্যা সৃষ্টি হয়েছে। প্রকল্প যেনো বাদ না যায়, সেজন্যে আমরা বসেছি, প্রকল্প পরিচালকের সঙ্গেও কথা হয়েছে। প্রকল্প চলমান রাখার জন্যে তার সঙ্গে আবারও কথা বলবো। নাম, মোবাইল নাম্বার বদল হওয়া অ্যাপসে সমস্যা দেখা দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, যুগান্তর ও স্থানীয় দুটি পত্রিকার রিপোর্টটি আমাদের নজরে এসেছে। ল্যাট্রিন প্রকল্প নিয়ে কাজ করছি এবং সবার সঙ্গে কথা হচ্ছে। বিস্তারিত জানতে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়