বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৩

নানা আয়োজনে চাঁদপুরে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ সংবাদদাতা
নানা আয়োজনে চাঁদপুরে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যাপশন: কেক কাটার আয়োজনে চাঁদপুরে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

IMG-20251112-WA0121 ছবি: বর্ণাঢ্য শোভাযাত্রা

এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুরহাট এলাকায় প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজ শিক্ষক মিলনায়তনে 'রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই' বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন।

এ সময় অন্যদের মধ্যে আলোচনা সভায় অংশ নেন সুজনের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. নুরুল আলম খান আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জাকির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হক মিলন, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আফরোজ মুক্তা প্রমুখ। পরে সুজনের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়