প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২০:২২
মতলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভায় ডা. আব্দুল মোবিন
আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তবে গণভোটের আগে নয়

জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মোবিন বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই, তবে গণভোটের আগে নয়। আমরা নির্বাচিত হলে এ দেশে নামাজ প্রতিষ্ঠা করবো, যাকাত ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা চালু করবো। আমরা আল্লাহকে ভয় করি। আমরা অন্য কাউকে ভয় করে চলি না। আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। আমরা মতলবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। তিনি বলেন, 'বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ' যা মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় পাঠ করা হয়। যার অর্থ 'আল্লাহর নামে এবং আল্লাহর রাসুলের মিল্লাতের ওপর (বা ধর্মের ওপর) [তাকে কবরে রাখছি]'। মৃত অবস্থায় নয়, আমরা রাসুলুল্লাহর মিল্লাতের ওপর জীবদ্দশায় থাকতে চাই।
|আরো খবর
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) মতলব দক্ষিণ উপজেলায় নদীর উত্তর পাড়ে ফেরিঘাট সংলগ্ন এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উপরের কথাগুলো বলেন। মতলব পৌরসভার ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোমিন আলী বেপারীর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর মো. আবদুর রশিদ পাটওয়ারী, মতলব পৌরসভার আমীর মো. জসিম উদ্দিন প্রধান ও সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শরীফ উল্লাহ পাটওয়ারী, জামায়াতে ইসলামী মতলব পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মো. সায়েদুর রহমান মিয়াজী, চরবাইশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সেক্রেটারি মো. হাছান ফরাজী প্রমুখ।








