রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২০:৪৮

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা

সাংবাদিকদের কল্যাণ ও প্রশিক্ষণে নতুন সিদ্ধান্ত

সাংবাদিকদের কল্যাণ ও প্রশিক্ষণে নতুন সিদ্ধান্ত
শাহরাস্তি ব্যুরো

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাব ভবন নির্মাণের অগ্রগতি ত্বরান্বিত করা, অস্থায়ী কার্যালয়ের সজ্জা ও আধুনিকায়ন, রোগাক্রান্ত ও দুঃস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সাংবাদিক কল্যাণ তহবিল সম্প্রসারণসহ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, ফয়েজ আহমেদ, সদস্য হাসানুজ্জামান, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, আবু মুসা আল শিহাব, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রকি চন্দ্র সাহা, ছিদ্দিকুর রহমান নয়ন, মাহমুদুল হাসান প্রমুখ।

আলোচনায় বক্তাগণ সংগঠনের ঐক্য, পেশাগত নীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভাশেষে সদস্যরা শাহরাস্তি প্রেসক্লাবকে একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়