প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৮:১৫
মতলব দক্ষিণ বহরী ইউনিয়নে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাধারণ সভা

বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর জেলার মতলব দক্ষিণ শাখার আওতাধীন বহরী ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ছিয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মো. রাফিউর রহমান।
|আরো খবর
সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি মো. আহমদ শফি ত্বহা এবং পরিচালনা করেন সংগ্রামী সেক্রেটারি মো. সাব্বির আহমদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি ছাত্র মজলিস দেশের তরুণ প্রজন্মের মধ্যে আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীলতা ও একনিষ্ঠতার সঙ্গে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যে কাজ করতে হবে।
সভায় শাখার অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও সংগঠনের অগ্রগতি কামনায় দোয়া করা হয়।








