শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২০:০৭

অবৈধ প্রসাধনী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
অবৈধ প্রসাধনী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক অবৈধ প্রসাধনী কারখানার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অবৈধ প্রসাধনী কারখানার বিরুদ্ধে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর বাবুরহাট বাজারের অদূরে বিসিক এলাকায় জেএস কনজিউমার এন্ড নিউট্রিক এয়ার লিমিটেড নামে একটি নকল প্রসাধনী কারখানায় বিদেশী ব্রান্ডের নকল সাবান এবং শ্যাম্পু তৈরির প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ছবি ক্যাপশন- বাবুরহাটে নকল প্রসাধনী তৈরি কারখানায় সেনা সহায়তায় অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়