বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৩

বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

"জীবে প্রেম করে যেই জন/ সেই জন সেবিছে ঈশ্বর/স্বেচ্ছায় রক্ত দিন/ একজন মুমূর্ষু রোগীকে বাঁচান" শ্লোগানে চাঁদপুরে প্রতিষ্ঠিত বিবেকানন্দ যুব সংঘের গৌরবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) চাঁদপুর সাহিত্য একাডেমিতে সন্ধ্যা সাড়ে সাতটায় উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মানিক পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী স্বপন কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নির্মল পাল, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিংকর সাহা, অধ্যাপক দীপক চক্রবর্তী এবং সংগঠনের সাবেক অর্থ সম্পাদক প্রশান্ত কুমার সেন।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ সরকার, সহ-সভাপতি দুলাল গোস্বামী, সুরঞ্জিত কর, লিটন শীল, সহ-সাধারণ সম্পাদক সুকুমার সরকার, স্বপন দাস, সাংগঠনিক সম্পাদক নারায়ণ ভৌমিক, সহ-সাংগঠনিক সম্পাদক মেঘনাদ কর্মকার, কার্যকরী কমিটির সদস্য লক্ষণ চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য এবং স্বামীজীর জীবনী নিয়ে আলোকপাত করেন। সেবা ও সামাজিক কাজ করার মন-মানসিকতা নিয়ে গড়ে ওঠা বিবেকানন্দ যুব সংঘের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি প্রকৌশলী স্বপন কুমার সাহা।

সবশেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়