রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:৫০

ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে পুলিশ সুপার আব্দুর রকিব

যারা খেলাধুলায় জড়িত তারা কোনোভাবেই সামাজিক অপরাধে জড়িত থাকতে পারে না

প্রবীর চক্রবর্তী।।
যারা খেলাধুলায় জড়িত তারা কোনোভাবেই সামাজিক অপরাধে জড়িত থাকতে পারে না

'শিক্ষায় নৈতিকতা গুরুত্বপূর্ণ ডাইমেনশন, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে 'ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২৫’-এর উদ্বোধন হয়েছে। মোট ১৬টি দল নিয়ে শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া আমাদের জন্যে গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে চাইলে তাদের শারীরিক সুস্থতা প্রয়োজন। আর শারীরিক সুস্থতার জন্যে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় দুটি বড়ো সমস্যা রয়েছে, এর একটি মাদক। যেখানেই যাই সকলেই মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলেন। এই মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা তথা বাঁচাতে হলে ক্রীড়া একটি বড়ো নিয়ামক। এ রকম খেলাধুলার আয়োজনের মাধ্যমেই তা সম্ভব। আরেকটি সমস্যা হলো কিশোর গ্যাং ও বখাটেপনা। এগুলো থেকেও মুক্তি পেতে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলায় জড়িত তারা কোনোভাবেই এসব সামাজিক অপরাধে জড়িত থাকতে পারে না।

ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি 'ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' আয়োজনের যে সাহস দেখিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ১৬টি দল নিয়ে প্রায় মাসব্যাপি আয়োজন খুবই গুরুত্ব বহন করে। অর্থাৎ আগামী এক মাস ফরিদগঞ্জের যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবে। যার ভালো প্রভাব অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থায় পড়বে। আমি টুর্নামেন্টের সফলতা কামনা করছি। একই সাথে এ টুর্নামেন্টের শ্লোগানও গুরুত্ববহ। নৈতিক শিক্ষাকে এগিয়ে নিতে টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

টুর্নামেন্ট উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, আমি ছাত্রকল্যাণ ট্রাস্ট নিয়ে দীর্ঘদিন কাজ করে চলছি। সাবেক রাষ্ট্রপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, বর্তমান শিক্ষা উপদেষ্টাসহ সকলের কাছে আমি ছাত্র কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে একটি মানসম্মত শিক্ষা কমিশন গঠনের লক্ষ্যে কথা বলে চলেছি। বিগত সরকার আামাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষার্থীকে ডিম ভাজি ও আলু ভর্তা তৈরির রেসিপি শেখানোর নামে শিক্ষাকে নিয়ে খেলায় মেতেছিলো। গণঅভ্যুত্থান আমাদের রক্ষা করেছে। এখন সময় প্রকৃত শিক্ষাকে এগিয়ে নেয়া। ছাত্রকল্যাণ ট্রাস্ট সেই কাজ করে যাচ্ছে।

আয়োজক কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ। উদ্বোধনী খেলায় খাজুরিয়া স্পোর্টস একাডেমি এসএসসি ব্যাচ ২০১৯-এর মুখোমুখি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়