রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:৪২

ফরিদগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবসা উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা

পল্লী সঞ্চয় ব্যাংক সাধারণ মানুষকে স্বাবলম্বী করার স্বার্থে দেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে

---------------------পরিচালক নূরে আলম তালুকদার

প্রবীর চক্রবর্তী।।
পল্লী সঞ্চয় ব্যাংক সাধারণ মানুষকে স্বাবলম্বী করার স্বার্থে দেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে

পল্লী সঞ্চয় ব্যাংকের পারফরম্যান্স মূল্যায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (১ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নূরে আলম তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম-গঞ্জের মানুষ যখন বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতারিত হচ্ছে, ঠিক তখন সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করেই এই ব্যাংকের কার্যক্রম চালু করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক খুব স্বল্প লভ্যাংশে ঋণের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার স্বার্থে দেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রকল্পের মাধ্যমে ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা কাজ করছি। শুধু গ্রাহকদের জন্যে নয়, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাদের জন্যে পেনশনসহ নানা সুযোগ সুবিধা প্রদানে কাজ করছি আমরা। কিন্তু এর জন্যে ব্যাংকের অবস্থান আরো শক্তিশালী করতে হবে। গ্রাহকদের সাথে ব্যাংকের কর্মকর্তাদের আরো নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। ঋণ আদায়ের পরিমাণ আরো বাড়াতে হবে। অর্থাৎ আমরা সকলে মিলে নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করলে প্রতিষ্ঠান ও গ্রাহক উভয়ে উপকৃত হবে।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। তিনি শ্রেণীকৃত ঋণ ও মেয়াদোত্তীর্ণ ঋণ হ্রাস করে ব্যাংকের সব লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করার আহ্বান জানান। ব্যাংকের চাঁদপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীয়ত উল্যাহ সায়েমের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা শাখা ম্যানেজার ফারহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং কর্মকর্তা জামাল উদ্দিন, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়