প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
লোটাস-বাড চ্যারিটি ফোরামের ইংলিশ অলিম্পিয়াড মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৫

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরামের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ অলিম্পিয়াড সিজন-২ ৫ম মেধা অন্বেষণ পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সজিব আহামেদ জানান, উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫৮০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩১ জন শিক্ষার্থী । পরীক্ষাটি নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে লোটাস-বাড চ্যারিটি ফোরামকে ধন্যবাদ জানান। মেধা অন্বেষণ পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে সংগঠনের ৪০-এর অধিক স্বেচ্ছাসেবী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
লোটাস-বাড ইংলিশ অলিম্পিয়াড (সিজন-২) ৫৯ মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৫ পরিদর্শন করেন
লোটাস-বাড চ্যারিটি ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, বাংলা বিভাগের প্রভাষক উত্তম কুমার দাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
লোটাস-বাড ইংলিশ অলিম্পিয়াড ৫ম মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. রিয়াদ প্রধান এবং সদস্য সচিব বুলবুল আহমেদ সুন্দরভাবে পরীক্ষা বাস্তবায়নের জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।







