শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০:৪৭

জীবন সায়াহ্নে বেঁচে থাকার লড়াইরত

তরপুরচণ্ডীর শতবর্ষী রসুল গাজীকে নতুন ঘর করে দিচ্ছেন শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার।।
তরপুরচণ্ডীর শতবর্ষী রসুল গাজীকে নতুন ঘর করে দিচ্ছেন শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তরপুরচণ্ডীর শতবর্ষী রসুল গাজীর সাথে সাক্ষাৎ করে তার প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর তৈরি করে দেয়ার তাৎক্ষণিক ব্যবস্থা করেন। ছবিতে রসুল গাজী শেখ ফরিদ আহমেদ মানিককে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।

জীবন সায়াহ্নে এসে বেঁচে থাকার লড়াই করা শতবর্ষী রসুল গাজী বসবাস করেন জরাজীর্ণ ভাঙ্গাচুরা ঘরে।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তার বসবাস। পেশায় গোর-খোদক অর্থাৎ মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্যে কবর খুঁড়ে দেন। সমাজের অবহেলিত এই মানুষটির অসহায়ত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তার পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক রসুল গাজীর সাথে সাক্ষাৎ করে তার প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর তৈরি করে দেয়ার তাৎক্ষণিক ব্যবস্থা করেন।

সম্প্রতি ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় রসুল গাজী জরাজীর্ণ ঘরটি দেখতে পান। যেটি সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেন, যার মাধ্যমে রসুল গাজীর কষ্টের জীবনযাপনের বিষয়টি নজরে আসে তারেক রহমানের।

তিনি মানবিক উদ্যোগ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে রসুল গাজীর জন্যে একটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই শেখ ফরিদ আহমেদ মানিক নিজ উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দ্রুত ঘর নির্মাণের দায়িত্ব দেন। শতবর্ষী রসুল গাজী নতুন ঘর পাওয়ার খবর শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জীবনে এতো বড় উপকার কেউ করে নাই। আল্লাহ জিয়ার বেটা তারেক রহমান ও মানিক ভাইয়ের মঙ্গল করুক।

বিএনপি নেতার মানবিক এই উদ্যোগে চাঁদপুরজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়রা বলছেন, বিএনপি শুধু রাজনীতি করে না, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার সময় পাশে দাঁড়ায়—এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতে গেলে রসুল গাজীর ঘরটি তাদের চোখে পড়ে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসুল গাজীর কষ্টের জীবনযাপন তুলে ধরলে আমাদের নেতা তারেক রহমানের চোখে পড়ে। তাঁর নির্দেশেই আমরা রসুল গাজীর ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। তিনি একজন মানবসেবক। তার প্রতি সম্মান জানাতে এবং তার শেষ জীবনে একটু স্বস্তি দিতে আমরা এই ঘর উপহার দিচ্ছি।

রসুল গাজীর মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপির এই মানবিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়