প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ১৯:০৯
ইউপি নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান বিল্লালের মিলাদ ও দোয়া
আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
গতকাল রোববার বিকেলে বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, স্বল্প সময়ে আমার আহবানে আপনারা এতো মানুষ উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আপনারা আমাকে ভালেবেসেই সবাই এসেছেন। আমি বাগাদী ইউনিয়নের ৬০ভাগ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেতে পেরেছি। আগামীতে আবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসলে বাকী কাজ সম্পন্ন করতে চাই। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা অনুমতি দিলে আমি আবারও আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনী কাজ করবো।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা এ কে এম নেয়ামত উল্লাহ খান। বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ সেকান্দর খান, চাঁদপুর জেলা হাসপাতাল ও ডায়াগনিস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান, পীরজাদা মাহফুজ উল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল বারেক গাজী, বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধক্ষ্য আলহাজ মাওলানা আহসান উল্লাহ।
আরো বক্তব্য রাখেন, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাফেজ মো. হাছান খান, মাওলানা আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান, আলমগীর শেখ, মোস্তফা দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হিরু।
কোরআন তেলোয়াত করেন মাওলানা মাসুম বিল্লাহ।