মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২০:৫৭

মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি।।
মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণপুর পৌরসভা বাতিল করে ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভা বাতিল এবং ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় নারায়ণপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন

কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ও সাবেক শিক্ষক শহিদুল্লাহ মুন্সি, বশির উদ্দিন ঢালী, আব্দুস সাত্তার মিয়াজী, বোরহান উদ্দিন প্রধান, সিরাজ প্রধান, ক্বারী মহরম আলী, হেদায়েত উল্লাহ পাটোয়ারী, শাহীন প্রধানসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই ইউনিয়নের খেটে খাওয়া মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এবং সাধারণ জনগণের মতামত না নিয়ে এই পৌরসভা গঠন করে। যেখানে নারায়ণপুর ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই অনতিবিলম্বে নারায়ণপুর পৌরসভার কার্যক্রম বন্ধ করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করা হোক। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে নজরুল ইসলাম প্রধান, সেলিম ঢালী, কান্তি বোশন দত্ত, আলী আর্শ্বাদ পাটোয়ারী, আব্দুল হাই মুন্সিসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিগত ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই বছরের ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভার গেজেট প্রকাশ করে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পৌরসভার বিরুদ্ধে মামলা দায়ের করার পর উচ্চ আদালতের রায়ে পৌরসভার কার্যক্রম স্থগিত হয়ে যায়। ইউনিয়ন ও পৌরসভা নিয়ে পক্ষ-বিপক্ষের দায়ের করা মামলা নিষ্পত্তি করে হাইকোর্টের একটি বিচারিক বেঞ্চে নারায়ণপুর ইউনিয়নের পক্ষে দায়ের করা মামলা খারিজ করে নারায়ণপুর পৌরসভা বহাল রেখে পৌরসভার পক্ষে রায় ঘোষণা করেন। এরপর থেকে পৌরসভার কার্যক্রম চলে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়