সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৬:৩৯

মতলবে মসজিদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাধা দেয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অভিযোগ প্রদান

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে মসজিদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাধা দেয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল  ও অভিযোগ প্রদান
মতলবে মসজিদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাধা দেয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভ মিছিল করছেন মুসল্লি ও এলাকাবাসী।
মতলব পৌরসভার চরমুকুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের নিজস্ব জায়গায় মসজিদ সম্প্রসারণ কাজে বাধা দেয়ায় বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ প্রদান করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী। মসজিদের সভাপতি সাহাব উদ্দিন মুন্সী প্রধানীয়া বাড়ির ৬জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার (৪ আগস্ট ২০২৫) বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিল ও অভিযোগ প্রদান করা হয়।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় কড়ই গাছতলা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সম্মুখে গিয়ে সমাপ্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তিনি সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
অভিযোগে জানা যায়, চরমুকুন্দি প্রধানীয়া বাড়ির মো. জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), এমএ আজিজ বাবুল, মোজাম্মেল হক প্রধান, মো. বাদশা প্রধান, মো. শিপন ও মো. মেজবাহ উদ্দিন ওই এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সম্প্রসারণ ও মসজিদের দখলীয় সম্পত্তি নিয়ে বিরোধ করে আসছে। মসজিদে মুসুল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক মসজিদের মূল ভবন সম্প্রসারণের কাজ শুরু করা হয়। পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মসজিদের সম্পত্তি দাবি করে মোজাম্মেল হক প্রধান মসজিদ কমিটির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন এবং মসজিদের কাজ বন্ধ করে দেন। এছাড়াও বিবাদীগণকে মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী জিজ্ঞাসাবাদ করলে বিবাদীগণ তাদেরকে প্রাণনাশের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করেন।
মসজিদ কমিটির সেক্রেটারী কবির খান জানান, মসজিদের মূল ভবনের সম্প্রসারণের কাজ ভিপি জাকির ও আজিজ বাবুল বাধা প্রদান করে বন্ধ করে দেন। মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। তারা বলেন, মসজিদের সম্পত্তি কারো ব্যক্তিগত কাজে ব্যবহার করতে দেয়া হবে না। মসজিদের নামে দু দাগে ১৪ শতাংশ সম্পত্তি রয়েছে।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়