বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০:১৩

বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষকের কাছে স্কুলছাত্রীর চিঠি

ফরিদগঞ্জ ব্যুরো ॥
বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষকের কাছে স্কুলছাত্রীর চিঠি
প্রধান শিক্ষকের কাছে লেখা ৭ম শ্রেণির শিক্ষার্থী রুহির দরখাস্ত।

সপ্তম শ্রেণি-পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে যেয়ে পরিবার বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করছে। এমন অভিযোগ করে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেছে ওই শিক্ষার্থী। ঘটনাটি ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের।

জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও কড়ৈতলী গাজী বাড়ির প্রবাসী আব্দুর রশিদের মেয়ে রুহি আক্তার স্কুল ছুটির কিছু সময় পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানায়, পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহি আক্তারকে কোর্ট ম্যারেজ বা এফিডেফিটের মাধ্যমে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করছে তার পরিবার। এই বিয়ে বুধবার (৩০ জুলাই ২০২৫) হওয়ার কথা।

এদিকে বাল্যবিয়ে বন্ধে লিখিত আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পংকজ শর্মা। তিনি জানান, আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানিয়েছি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুক মিয়াজী জানান, তিনি ঘটনাটি শুনে ওই শিক্ষার্থীর বাড়ি যাচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজন শেখের মুঠোফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ওই শিক্ষার্থীর সাহসী পদক্ষেপের জন্যে তাকে ধন্যবাদ। আমরা যে কোনো মূল্যে এই বাল্যবিবাহ রোধ করে মেয়েটিকে রক্ষা করবোই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়