সোমবার, ২১ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৪:১০

ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি
ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে প্রায় ৭৫ বছর বয়সী শফিকুল ইসলাম পাটোয়ারী নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার (২১ জুলাই ২০২৫) তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত রোববার (২০ জুলাই) দুপুরের দিকে তিনি নিখোঁজ হন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল ইসলাম বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। এ সময় তিনি ঘাট দিয়ে নিচে নেমে ডুব দিতে গেলে তলিয়ে যান, আর উপরে উঠতে পারেন নি। তাৎক্ষণিক উপস্থিত একই বাড়ির বাসিন্দা নেছার আহম্মদ পাটোয়ারী ঝাঁপিয়ে পড়লেও আর উদ্ধার করতে পারেননি। পরে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাদের ডুবুরি দল এসে অনেকদূর পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। এমনকি এদিন নদীর কয়েক কিলোমিটার ধরে নৌকা যোগে মাইকিং করেন নিখোঁজ শফিকুল ইসলামের পরিবারের লোকজন।

সোমবার সকাল ৯টার দিকে নিখোঁজ হওয়া স্থানের আধা কিলোমিটার পশ্চিমে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারস্থ স'মিলের সোজা নদীর অপরপ্রান্তে নদীতে মাছ ধরার জেলেরা দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা।

এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী জানান, নদীর পাড়ের ঘাটে গোসল করার সময় হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান সফিকুর রহমান। শারীরিকভাবে দুর্বল হওয়ায় তিনি আর উপরে উঠতে না পারায় নদীর স্রোতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ছোটসুন্দর বাজারসংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, ‘নদীতে ভাটা থাকায় অনেক সময় মরদেহ দ্রুত খুঁজে পাওয়া যায় না। পানি কমে গেলে মরদেহ ভেসে উঠে।'

পরিবার সূত্রে জানা গেছে, সফিকুর রহমান পাটোয়ারী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মধ্যে দু ছেলে প্রবাসে রয়েছেন। সোমবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়