শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২১:১৫

চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন

চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৫-২০২৬ রোটারী বর্ষের কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি রোটার‍্যাক্টর অনিক দাস, আর সেক্রেটারি রোটার‍্যাক্টর জয় সাহা। পয়লা জুলাই ২০২৫ থেকে ২৩ সদস্যের এ কমিটি তাদের কার্যক্রম শুরু করে।

কমিটির অন্য সদস্যরা হলেন আইপিপি রো. ইমরুল কায়েস; প্রেসিডেন্ট ইলেক্ট ২০২৬-২০২৭ রো. বর্ষা সাহা; সহ-সভাপতি রো.রূপক সাহা; যুগ্ম সাধারণ সম্পাদক রো. তুহিন ও রো. মাশরাফি; কোষাধ্যক্ষ রো. সুদীপ সরকার, সহ-কোষাধ্যক্ষ রো. জান্নাতুল মাওয়া জেনি; ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. সামিয়া ইসলাম জেরিন; কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. জান্নাতুল লাবণী; ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. হিমু নন্দী, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রো. অর্পা দাস ও সার্জেন্ট অ্যাট আর্মস রো. রাফি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়