বুধবার, ২১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০ মে ২০২৫, ২২:২০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী বইমেলা

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী বইমেলা

শিক্ষার্থীদের মধ্যে সমসাময়িক চিন্তাভাবনা ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধি এবং তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মঙ্গলবার (২০ মে ২০২৫) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ’ডিআইইউ বই মেলা ২০২৫’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। সাভারের ভ্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নলেজ টাওয়ারে স্টুডেন্ট লাউঞ্জে ২০ মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২২ মে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলা সবার জন্যে উন্মুক্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক, ঔপন্যাসিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল- হক মজুমদার ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী কমিটির চেয়ারম্যান ও ডিআইইউ প্রেস-এর সম্পাদনা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মোঃ মিলন খান।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, প্রত্যেক মানুষের জীবনে মানসিক প্রশান্তি ও সামগ্রিক বিকাশের জন্যে বইপড়া জরুরি। বই শুধু বিনোদেনের মাধ্যম নয়, বই পড়ে মানুষ অনেক কিছু শিখতে পারে, বইয়ের সাথে সম্প্রীতি থাকলে মানুষ হতাশামুক্ত হতে পারে। বই পড়ে মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেক জ্ঞান অর্জন করতে পারে।

মেলায় পাঠকদের জন্যে ২৬টি প্রকাশনীর বইয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। স্টলে সাজানো রয়েছে হরেক রকমের বই। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ মজুমদার, সত্যজিৎ রায়, জয় গোস্বামী, ড্যান ব্রাউন, হুমায়ূন আহমেদ, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আনিসুল হকসহ আরও অনেক লেখকের বই সাজানো রয়েছে। মেলার মূল আয়োজন একটু ভিন্ন, শিক্ষার্থীরা বেশকিছু স্টলের মাধ্যমে তাদের নিজেদের বইগুলো উপস্থাপন করে এবং এখানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সাথে তার বইগুলো এক্সচেঞ্জ করার সুযোগ পায়। মেলার পাশেই ছিল পাঠকদের জন্য বই পড়ার কর্নার, যেখানে শিক্ষার্থীরা স্টল থেকে বই সংগ্রহ করে পড়ার সুযোগ পেয়েছে এবং মেলায় শিক্ষার্থীদের জন্যে ছিলো বুক রিভিউ করার সুযোগ। বেস্ট বুক রিভিউয়ের জন্যে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়